ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, ফেব্রুয়ারি ১০, ২০২১
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আতাউর রহমান কিংকং (৫৪) নামে এক পৌর কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।

আতাউর পিরোজপুর পৌর সভার উকিলপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে ও পিরোজপুর পৌরসভার কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আতাউর পৌরসভা ভবনের সামনের রাস্তায় রিকশা থেকে নামেন। এ সময় তিনি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তিনি মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল বাদল জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।