ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জানুয়ারি ১৬, ২০২১
সৈয়দপুরে আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা দগ্ধ প্রতীকী ছবি

নীলফামারী: শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তাপ নিতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে অগ্নিদগ্ধ হয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা নারী। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় গুরুতর অবস্থায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

শনিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মাছ বিক্রেতা মাসুদের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা লিসা (২৫) রান্না ঘরেই চুলায় আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার গায়ে থাকা চাদরে আগুন লেগে দগ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।