ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, জানুয়ারি ১৬, ২০২১
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মহিদুল আনন্দনগরের ছহির উদ্দিন মোল্লার ছেলে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। শনিবার মহিদুল মোল্লা বিরোধপূর্ন জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।