ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, জানুয়ারি ১৪, ২০২১
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের গোয়ালমাঠ এলাকায় বাসচাপায় মো. হানিফ শেখ (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন কামরুল ইসলাম নামে মোটরসাইকেলটির পেছনে থাকা এক আরোহী।  

নিহত হানিফ কচুয়ার উদানখারী গ্রামের হারেজ শেখের ছেলে। আর আহত কামরুল একই এলাকার আব্দুর রশীদের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ বাংলানিউজকে জানান, আহত কামরুলকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত হানিফ প্রতিবেশী কামরুলকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সাইনবোর্ড থেকে বাগেরহাট যাচ্ছিলেন। পথে রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এলে পেছন থেকে অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হানিফ নিহত হন এবং আহন হন কামরুল। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করাও হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।