ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, জুলাই ৪, ২০২৫
৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা

ঢাকা: ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা।  

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে এই কর্মসূচি শুরু হয়।

হঠাৎ করে সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।  

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিক্ষুব্ধ চাকরি প্রার্থীদের অভিযোগ, এবার চূড়ান্ত ফল প্রকাশের আগে অতিরিক্ত কোনো পদ যুক্ত করা হয়নি, যা আগের বিসিএসগুলোতে সাধারণত করা হতো। তাদের দাবি, ৪৪তম বিসিএসে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ পদ যুক্ত না করায় বহু প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া ফলাফলে প্রায় ৬০ শতাংশ পদকে ‘পুনঃসুপারিশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে খালি থাকার কথা নয়।

অনেক গুরুত্বপূর্ণ পদ যেমন প্রশাসন, পুলিশ ও কাস্টমসে পদ শূন্য থাকা সত্ত্বেও তা ফলাফলে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে বহু মেধাবী প্রার্থী চূড়ান্ত তালিকায় স্থান পাননি বলেও অভিযোগ করেন তারা।  

এর আগে সোমবার রাতে ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়। এতে চূড়ান্তভাবে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করেছে পিএসসি।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।