ঢাকা: ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে এই কর্মসূচি শুরু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিক্ষুব্ধ চাকরি প্রার্থীদের অভিযোগ, এবার চূড়ান্ত ফল প্রকাশের আগে অতিরিক্ত কোনো পদ যুক্ত করা হয়নি, যা আগের বিসিএসগুলোতে সাধারণত করা হতো। তাদের দাবি, ৪৪তম বিসিএসে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ পদ যুক্ত না করায় বহু প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া ফলাফলে প্রায় ৬০ শতাংশ পদকে ‘পুনঃসুপারিশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে খালি থাকার কথা নয়।
অনেক গুরুত্বপূর্ণ পদ যেমন প্রশাসন, পুলিশ ও কাস্টমসে পদ শূন্য থাকা সত্ত্বেও তা ফলাফলে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে বহু মেধাবী প্রার্থী চূড়ান্ত তালিকায় স্থান পাননি বলেও অভিযোগ করেন তারা।
এর আগে সোমবার রাতে ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়। এতে চূড়ান্তভাবে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করেছে পিএসসি।
এসআইএস