বরিশাল: পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ডাকাতি মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে বরিশাল জেলা পুলিশ লাইনসের নায়েক মো. আব্দুল্লাহ।
পালিয়ে যাওয়া আসামি হলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেংগুঠিয়া গ্রামের বাসিন্দা রাজ্জাক বেপারীর ছেলে সুজন ব্যাপারী (২৫)। গ্রেপ্তার হওয়া তার স্ত্রী হলো সাদিয়া (২১)।
লাইনে প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন-নায়েক মো. আব্দুল্লাহ ও কনস্টেবল মো. শামীম।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে একটি ট্রলারে ধারালো অস্ত্র নিয়ে ডাকাত দল বাকেরগঞ্জের কারখানা নদী অতিক্রম করছিল। এ সময় জেলেরা তাদের চ্যালেঞ্জ করলে ধারালো অস্ত্র দিয়ে দেখিয়ে হুমকি দেয়। তখন জেলেরা একত্র হয়ে তাদের ধাওয়া করে। তখন ডাকাত দলটি শর্শী বাজারে ভিড়িয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
যার সত্যতা নিশ্চিত করেছেন শর্শী গ্রাম পুলিশের সদস্য রিপন চৌকিদার।
এদিকে এ ঘটনায় পুলিশ চারজন নামধারীসহ পালিয়ে যাওয়া ডাকাত সদস্যের বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি গণপিটুনির শিকার ডাকাত সদস্য সুজনকে পুলিশ প্রহরায় বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন পালিয়ে যায়। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তার স্ত্রী সাদিয়াকে আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে। সাদিয়াকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া স্বামী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। দায়িত্বে অবহেলায় দুই পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এমএস/জেএইচ