ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

ফ্যাসিবাদের সময়ের লুটপাটকে থিম করে একগুচ্ছ পোস্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুলাই ৫, ২০২৫
ফ্যাসিবাদের সময়ের লুটপাটকে থিম করে একগুচ্ছ পোস্টার শিল্পী দেবাশিস চক্রবর্তীর ‘জুলাই প্রিলিউড’ সিরিজের পোস্টার

ঢাকা: ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- ক্ষমতাচ্যুত ও পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা মুখে এই কথা বললেও ভেতরের চিত্র কী ছিল তা এখন উন্মোচিত।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস‍্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক।  

শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড’ সিরিজে কয়েকটি পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।  

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে ১০টি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।  

এসব পোস্টারে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং জুলাইয়ে যা ঘটেছিল তা ফুটে উঠবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।