ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

দুবাইফেরত যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, ডিসেম্বর ১৮, ২০২০
দুবাইফেরত যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা জামিল আহমদের (২৮) নামে এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) তিনি বিমানবন্দরে এসে পৌঁছান।

জামিল ব্রাক্ষণবাড়িয়ার কসবা সায়দাবাদ এলাকার বাসিন্দা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক (শুল্ক গোয়েন্দা) মো. আল আমিন বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিলের কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি স্বর্ণের বার আনার কথা অস্বীকার করেন। এক পর্যায়ে তাকে বাথরুমে নিয়ে তার পায়ুপথে বিশেষ ব্যবস্থায় রাখা ১২টি ও হাত ব্যাগ থেকে দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। জামিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।