ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, ডিসেম্বর ১৫, ২০২০
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক যান চলাচল বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।  

সোমবার (১৪ ডিসেম্বর) রাত ২টা থেকে সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে সেতুর পশ্চিম পারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশার বেড়ে যাওয়ায় রাত ১টা ৫৫ মিনিটে সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সেতুর পশ্চিম পারে শতশত যানবাহন আটকা পড়ে।  

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলার হালিমুজ্জামান বাংলানিউজকে বলেন, কুয়াশা কিছুটা গেলে উভয় পাড়ে অন্তত একটি করে গাড়ি ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।