ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

গাংনীতে ১৬১ বোতল ফেনসিডিল জব্দ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, ডিসেম্বর ১৪, ২০২০
গাংনীতে ১৬১ বোতল ফেনসিডিল জব্দ   ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর থেকে ১৬১ বোতল  ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে কাজীপুর মণ্ডলপাড়ার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

কাজীপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, কাজীপুর বর্ডারপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬১ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবির একটি টহল দল।

ফেনসিডিলগুলো পাচার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। মাদক জব্দের ঘটনায় গাংনী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।