ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশ সুপার হিসেবে ২৩ জনের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, ডিসেম্বর ১০, ২০২০
পুলিশ সুপার হিসেবে ২৩ জনের পদোন্নতি

ঢাকা: অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন ২৩ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দু’টি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- সুফিয়ান আহমেদ, মো. নাজিমুল হক, ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গির আলম, ড. এস এম ফরহাদ হোসেন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আমীন হাওলাদার, আ. স. ম শামসুর রহমান ভুঞা, মো. মাহফুজ্জামান আশরাফ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. শাহরিয়ার আলী, মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, আনোয়ার জাহিদ, মোহাম্মদ সাঈদুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও মো. শাহজাহান।

এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারপুরে কর্মরত মোহাম্মদ আবদুল হালিম এবং অস্ট্রেলিয়ায় শিক্ষা প্রেষণে অবস্থান করা হুমায়রা পারভীনও পদোন্নতি পেয়েছেন। তারা দেশে ফিরে কাজে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।