ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহারের পাশে বিমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, জুলাই ১২, ২০২৫
বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহারের পাশে বিমান নাজমুন নাহার।

বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহারের বিশ্ব ভ্রমণের অভিযাত্রার পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে টরন্টো অভিযাত্রা ও লন্ডন থেকে ঢাকা ফেরার জন্য পৃষ্ঠপোষকতা করছে।

শনিবার (১২ জুলাই) বিমানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার। ইতোমধ্যে তিনি লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে বিশ্ব ভ্রমণের রেকর্ড অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ২০০০ সাল থেকে বিশ্ব ভ্রমণের মাধ্যমে নাজমুন নাহার বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্য মর্যাদায় তুলে ধরেছেন। বাংলাদেশের পতাকা বহনের পাশাপাশি তিনি পরিবেশ রক্ষা, শান্তির বার্তা পৌঁছে দেওয়ার ক্যাম্পেইন করছেন পৃথিবীর পথে পথে। বাংলাদেশের এই গৌরবময় সাহসী নারী যুক্তরাষ্ট্র থেকে ‘পিস টর্চ বিয়ারর অ্যাওয়ার্ড’সহ অনেকগুলো দেশীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের খবরের শিরোনাম হন।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯৭ দেশের মধ্যে ১৮০তম দেশ ভ্রমণের মাইল ফলক অর্জনের পথে নাজমুন নাহার। পৃথিবীর বহু পর্বত সামিট, সমুদ্র ও দুর্গম পথে অভিযাত্রার সময় অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি প্রমাণ করেছেন ইচ্ছে শক্তি, অধ্যবসায় ও সাহসের মাধ্যমে স্বপ্নকে পূরণ করা যায়। তিনি বাংলাদেশের এক অনুপ্রেরণার প্রতীক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহু বছর ধরে বাংলাদেশের পতাকা গৌরবের সঙ্গে পৃথিবীর বিভিন্ন রুটে বহন করছে। এবার নাজমুন নাহারের বিশ্ব ভ্রমণের এই নোবেল অভিযাত্রার পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে টরন্টো অভিযাত্রা ও লন্ডন থেকে ঢাকা ফেরার জন্য পৃষ্ঠপোষকতা করছে। তার সাহস, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করেছে যেকোনো সীমাবদ্ধতা নারীকে তার স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত করতে পারে না‌। ভবিষ্যতেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাজমুন নাহারের এই অভিযাত্রার পাশে থাকার জন্য পৃষ্ঠপোষকতা করবে। নাজমুন নাহারের এই অসাধারণ অভিযাত্রা সব সীমাবদ্ধতাকে ছাড়িয়ে  স্বপ্নকে পূরণ করার জন্য সব নারীকে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই নাজমুন নাহারের বিশ্বভ্রমণ রেকর্ডের এই গৌরবময় অভিযাত্রাকে। বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ুক পৃথিবীর পথে পথে নাজমুনের মতো কৃতি সন্তানদের হাত ধরে।  

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।