ঢাকা: নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। ফলে আমাদের পক্ষে নির্বাচন করা কোনো রকমের অসুবিধা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, এবছর নির্বাচন নিয়ে সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের দুরে রাখার চেষ্টা করছি।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টার বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আমাদের ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিডিউলের মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।
বডি ক্যামেরা কেনার কি অবস্থা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন না যে বাজারে গেলাম কিনে নিয়ে আসলাম। এর জন্য যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী কিনা হবে। আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনেরা জানেন কীভাবে। তবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এরপর আর নেগোসিয়েশন হবে তখন দাম নির্ধারণ হবে। এটা নিয়ে দামা দামি হবে তারপর একটা মূল্যে আনা হবে।
নির্বাচনের আর মাত্র চার মাস বাকি এ সময়ের মধ্যে পুলিশ প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করতে পারবে বলে আপনি মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশের মহাপরিদর্শক সম্প্রতি একটা সাক্ষাৎকারে তার সক্ষমতার কথা বলেছেন, উনি পারবে সেটা বলেছেন। আমাদের পক্ষে নির্বাচন করা কোনো ধরনের সমস্যা হবে না।
নির্বাচন নিয়ে কোনো কোনো জায়গায় সংশয় বা চ্যালেঞ্জ আছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ট্রেনিং সিস্টেম, এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবছর সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের দুরে রাখার চেষ্টা করছি।
সম্প্রতি আইজিপি বলেছেন, সঠিক সময়ে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে? সেক্ষেত্রে আপনি কি ঝুঁকি দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইজিপি যদি বলে থাকেন আমি সেটা সার্পোট করবো। আর বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে। বহু ধরনের ঝুঁকি থাকতে পারে। কোনটা বলবো।
আগুনের ঘটনা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগুনের বিষয়ে গতকাল একটা বৈঠক হয়েছে। সেখানে আমি ছিলাম না। তবে সেখানে অনেকগুলো কমিটি করে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা হলো সেটা তারা তদন্ত করবে। তারপর আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। তদন্তের আগে আমি বলতে পারবো না।
জিসিজি/আরআইএস