ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

‘আল্লাহর দলের’ আঞ্চলিক প্রধান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, ডিসেম্বর ৪, ২০২০
‘আল্লাহর দলের’ আঞ্চলিক প্রধান আটক

ঢাকা: দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ আঞ্চলিক প্রধান সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিককে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (৪ ডিসেম্বর) চিরিরবন্দর থানাধীন বিন্নাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি সংগঠনের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ জানান, আটক সুলতান আল্লাহর দলের পদাধিকারী আঞ্চলিক প্রধান হিসেবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছিলেন।  

ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলেও জানান তিনি।

সুলতান গত ১৮ জুলাই দিনাজপুর থানায় দায়ের করা একটি মামলার (নম্বর-৪২) পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।