ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সরাইলে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, ডিসেম্বর ৪, ২০২০
সরাইলে বাসচাপায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় বাহা মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সরাইল খাটাহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় টি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাহা মিয়া মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।  
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।