ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মণিরামপুর উপজেলা চেয়ারম্যানকে সতর্ক করলো সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, ডিসেম্বর ৩, ২০২০
মণিরামপুর উপজেলা চেয়ারম্যানকে সতর্ক করলো সরকার নাজমা খানম

ঢাকা: ক্ষমতার অধিক ব্যবহার এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সুসমন্বয় না থাকায় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমকে সতর্ক করেছে সরকার।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ক্ষমতার অধিক ব্যবহার করা এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারের (মুখ্য নির্বাহী কর্মকর্তা) সঙ্গে সুসমন্বয় না রেখে কার্যপরিচালনা করার জন্য তাকে সতর্ক করা হলো।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।