ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, ডিসেম্বর ২, ২০২০
ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সেলোমেশিন চালিত ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রায়গঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (৬০) নিহত হয়েছেন।

নুরুজ্জামান নাগশ্বেরী উপজলোর রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজার এলাকার বাসিন্দা।

তিনি নাগেশ্বরী উপজেলার ২ নম্বর রায়গঞ্জ ইউনিয়ন পরষিদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের আয়নাল মন্ডলের চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান নিজ বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজার থেকে মোটরসাইকলে যোগে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে আয়নাল মন্ডলের চাতাল সংলগ্ন এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা সেলোমেশিন চালিত ট্রলির সঙে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডি‌সেম্বর ০২, ২০২০
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।