ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ১৮, ২০২০
বেলকুচিতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার সুবর্ণসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৭) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৮)। আহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে ওই তিন আরোহী বেলকুচির দিকে আসছিলেন। এ সময় এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিজস্ব বাস সবুজ বাংলা ঘটনাস্থলে পৌঁছালে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। আহত হন অপর মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।