ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে সড়ক দু্র্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, নভেম্বর ১২, ২০২০
কটিয়াদীতে সড়ক দু্র্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ: সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল (৫২) মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হন।
 
নিহত শফিকুল ইসলাম বিল্লাল উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামের বাসিন্দা এবং কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি ও শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কটিয়াদী পৌর শহরের কামারকোনা এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বিল্লাল। এসময় বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।