ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, নভেম্বর ১২, ২০২০
খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির সৈয়ন্দরপাড়ার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ১৪তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে চীবর দান, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা।

দানোত্তম কঠিন চীবর দানে প্রধান ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় আলোচক ছিলেন বৌদ্ধ শিশু ঘর বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ সুমনা মহাস্থবির ভান্তে।  

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ প্রদীপ (ফানুস বাতি) ওড়ানোর করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।