ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, নভেম্বর ১১, ২০২০
টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি নয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।  

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

 

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. নুরুল আলম, মো. ইসমাইল হেসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী (২৫), মোহাম্মদ কালা ওরফে কালাবদা, সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া (২০) ও মো. লালু মিয়া (৩০)। তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বলে জানা গেছে।

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা নয়জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। পরে রাতে বিজিপি সদস্যরা নয় জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যায়।

টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। মাঝিমাল্লাদের দ্রুত ফিরিয়ে আনতে এরই মধ্যে বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০ 
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।