ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

‘ফ্লাইট এক্সপার্ট’ কাণ্ডে মামলা: গ্রেপ্তার ৩, মালিক বিদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, আগস্ট ৩, ২০২৫
‘ফ্লাইট এক্সপার্ট’ কাণ্ডে মামলা: গ্রেপ্তার ৩, মালিক বিদেশে ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্লাইট এক্সপার্টের মালিকপক্ষের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা হওয়ার পর তিনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠান কিছু কর্মচারী তারা এসে অভিযোগ করে প্রতিষ্ঠানটির মালিক সালমান বীন রশিদ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সপরিবারে বিদেশে চলে গেছে এবং প্রতিষ্ঠানের মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে তারা মতিঝিল থানায় একটি অভিযোগ করেন। এরপরে জানা যায় অনেক লোকের অর্থ এখানে ছিল। তারা ১৭টি প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরবর্তীতে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক গতকাল শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি দুজন আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তার বাবা এম এ রাশিদ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট। এতে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন (কক্ষ সংরক্ষণ), ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন সেবা দিতো তারা।

এমএমআই/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।