ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে জুয়েল আইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, নভেম্বর ১১, ২০২০
করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে জুয়েল আইচ জুয়েল আইচ। ছবি: সংগৃহীত

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ।

তিনি জানান, ৪ নভেম্বর (বুধবার) জ্বরে আক্রান্ত হলে জুয়েল আইচের কোভিড পরীক্ষা করা হয়। তিনি কোভিড-১৯ পজিটিভ। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুয়েল আইচের স্ত্রী জানান, জুয়েল আইচের জ্বর ও কাশি আছে। বর্তমানে তার শ্বাসকষ্ট না থাকলেও তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এছাড়া তিনি কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না এবং খাবারে অনীহা কাজ করছে। করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচের স্ত্রী ও মেয়ে। বর্তমানে তার সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।