ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ১০, ২০২০
সুন্দরগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আব্দুল ওয়াদুদ (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুতফুল হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ভিত্তিতে দুপুরে সুন্দরগঞ্জের গোরস্থান মোড় থেকে আব্দুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় আব্দুলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।