ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

গরু গোসল করাতে গিয়ে ডোবার পানিতে ডুবে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, নভেম্বর ৯, ২০২০
গরু গোসল করাতে গিয়ে ডোবার পানিতে ডুবে যুবক নিখোঁজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের নির্বাচন কমিশনের অফিসের পাশে হাওরের একটি ডোবায় গরু গোসল করাতে গিয়ে আবু সুফিয়ান (২২) নামে  এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।
 
সোমবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আবু সুফিয়ান উপজেলার ঘুংগিয়ারগাওঁ এলাকার নজরুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা জানায়, সকালে সুফিয়ান তার একটি গরু নিয়ে ডোবায় গোসল করাতে নামেন। তখন হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেওয়া হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজ জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার তৎপরতা শুরু করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।