ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ ম্যাচ কোম্পানির পরিচালক কিউ জি আহমেদ আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, নভেম্বর ৮, ২০২০
বাংলাদেশ ম্যাচ কোম্পানির পরিচালক কিউ জি আহমেদ আর নেই কিউ জি আহমেদ

ঢাকা: ইস্পাহানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাচ কোম্পানি লিমিটেড এবং খুলনা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কিউ জি আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। কিউ জি আহমেদ ইস্পাহানি গ্রুপে যোগদান করেন ১৯৫৪ সালে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি ইস্পাহানি গ্রুপের সঙ্গেই ছিলেন। তিনি সহকর্মীদের মধ্যে এবং সামাজিকভাবে সমাদৃত, প্রশংসিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।  

ইস্পাহানি গ্রুপ তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।