ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সৈয়দপুরে বোডিং সিলগালা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, নভেম্বর ৭, ২০২০
অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সৈয়দপুরে বোডিং সিলগালা, জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে একটি আবাসিক বোডিংয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় একজনের এক মাসের কারাদণ্ড, দুইজনকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আবাসিক বোডিংটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যার আগে ওই আবাসিক বোডিংয়ে অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ও সৈয়দপুর থানা পুলিশ শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত রানা বোডিংয়ে অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে আটক করা হয়। এরমধ্যে একজনের একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজনের জরিমানা করা হয়।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।