ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব‌রিশা‌লে বিএনপি’র আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, নভেম্বর ৭, ২০২০
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব‌রিশা‌লে বিএনপি’র আলোচনা সভা

বরিশাল:  ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হল রুমে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে দ‌ক্ষিণ জেলা বিএন‌পি)

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি মোঃ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে ৭ নভেম্বরের ওপর বিশেষ আলোচনা করেন জেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড‌ভো‌কেট আবুল কালাম শাহিন, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মন্নান মাস্টার, জেলা বিএনপি নেতা ও সাবেক বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন আলম,সদস্য সচিব শফিউল আলম,বরিশাল জেলা যুবদল সম্পাদক অ্যাড‌ভো‌কেট এইচ.এম তছলিম উদ্দিন, জেলা ছাত্রদল সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান প্রমুখ।

এছাড়া আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার বিএনপি, কৃষকদল, যুবদল,ছাত্রদল সহ দলের অঙ্গ সংগনের নেতৃবৃন্দ বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে প্রেস ক্লারে জেলা বিএনপির আলোচনা সভায় অংশগ্রহণ করে।

অপরদিকে বিকাল তিনটায় শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেস ক্লাবে বরিশাল মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া বিকাল চারটায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আলোচনা সভার আয়োজন করে বরিশাল উত্তর জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, নভেম্বর ০৭, ২০২০
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ