ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

কল্যাণপুরে বিয়ারসহ ৪ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, নভেম্বর ৭, ২০২০
কল্যাণপুরে বিয়ারসহ ৪ কারবারি আটক ...

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে বিদেশি বিয়ারসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটক মাদক কারবারিরা হলো- পটুয়াখালীর মো. সারোয়ার জমাদ্দার (৪৭), বরগুনার মো. আমির (২০), বরিশালের মো. সোহেল (২৪) ও মো. নাদীম (১৯)।

অভিযানে আটক আসামিদের কাছ থেকে ১৪৪ ক্যান বিদেশি বিয়ার, ৪টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাজধানীর দারুসসালাম থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে বিয়ার উদ্ধারসহ চার কারবারিকে আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসজেএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ