ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ৬, ২০২০
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

এর আগে, পুলিশ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে মনিরকে আটক করে।  

মনির উপজেলার মালোয়ার গ্রামের খলিলুর রহমানের ছেলে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মনির তাদের প্রতিবেশির ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে ধর্ষণকারীকে আটক করে। পরে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে নলছিটি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা।  

মামলায় বাদী উল্লেখ করেন, ২৭ অক্টোবর রাতে তার মেয়েকে মনির হোসেন দরজা খুলে ভেতরে ঢুকে ধর্ষণ করেন। মেয়েটি এ বিষয়ে বাবা-মাকে জানালে তারা লোকলজ্জায় বিষয়টি কাউকে বলেননি। এ সুযোগে পরবর্তীকালে বৃহস্পতিবার রাতে মনির আবারো মেয়েটিকে ধর্ষণ করেন। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে মেয়েটির মা মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।