ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ডিএনসিসিতে ৯২ স্থাপনায় মিললো এডিসের লার্ভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, নভেম্বর ৫, ২০২০
ডিএনসিসিতে ৯২ স্থাপনায় মিললো এডিসের লার্ভা

ঢাকা: মশা নিধনে চতুর্থ দফায় চতুর্থ দিনের মতো বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম তথা চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানের চতুর্থ দিনে ৯২টি স্থাপনায় এডিশ মশার লার্ভা পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের ৫৪টি ওয়ার্ডে একযোগে এই অভিযান পরিচালনা করে ডিএনসিসি। এ সময় মোট ১৩ হাজার ৫১৫টি বাড়ি এবং অন্যান্য স্থাপনা পরিদর্শন করা হয়। এগুলোর মধ্যে ৯২টি বাড়ি এবং অন্যান্য স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়।

লার্ভা পাওয়ার ঘটনায় ১৭টি পৃথক মামলায় মোট এক লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আট হাজার ৩৪০টি বাড়ি এবং অন্যান্য স্থাপনায় জমে থাকা পানি শনাক্ত হয়। অভিযানকারীরা জমে থাকা পানি ফেলে দিয়ে স্থানগুলোতে মশার কীটনাশক প্রয়োগ করেন।

শুক্রবার (৬ নভেম্বর) চিরুনি অভিযান বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি। তবে শনিবার থেকে অভিযান যথারীতি পরিচালনা করা হবে বলেও জানায় সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।