ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, নভেম্বর ৪, ২০২০
মাগুরায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে যাত্রীবাহী গ্রামবাংলা ও মোটরসাইকেলের সংঘর্ষে আলতাফ সিকদার (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
  
আলতাফ শিকদার মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বীরপুর গ্রামের মৃত সায়েন উদ্দিনের ছেলে।

তিনি বাড়ি থেকে মহম্মদপুর উপজেলা সদরে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসছিলেন।  

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও শ্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী গ্রামীণ বাংলার মোট ছয়জন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কাজী আবু আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।