ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মহেশপুরে ৮ বাংলাদেশি নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, নভেম্বর ৪, ২০২০
মহেশপুরে ৮ বাংলাদেশি নাগরিক আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৮ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বুধবার (০৪ নভেম্বর) ভোরে ওই উপজেলার সেজিয়া গ্রামের কাশেম মিয়ার ইট ভাটার সামনে থেকে তাদের আটক করা হয়।

দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের একাশিপাড়া মোড়ে কাশেম মিয়ার ইট ভাটার সামনে থেকে ৮ বাংলাদেশী নাগরিকে আটক করা হয়।

তিনি আরো জানান, এদের মধ্যে তিনজন পুরুষ, তিন জন নারী এবং দুইজন শিশু রয়েছে। এরা সবাই বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। আটক আসামিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার  চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।