ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পাসপোর্ট-ভিসা ছাড়াই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, নভেম্বর ৪, ২০২০
পাসপোর্ট-ভিসা ছাড়াই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার

পঞ্চগড়: পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশের গন্ডি থেকে দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা যাচ্ছে ছবির মতো ভেসে উঠা শেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরুপ দৃশ্য।

এছাড়াও সেখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি অঞ্চল।

দেশের সীমানা পেরিয়ে যাদের এ পর্বত দেখার সুযোগ হয় না, তারা শীতের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ে ছুটে আসেন এ দৃশ্য উপভোগ করতে।  

পঞ্চগড়ের প্রায় সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য খালি চোখে দেখা গেলেও সব চেয়ে ভাল দেখা যায় সীমান্তবর্তী নদী মহানন্দা তীরের ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নার থেকে। সূর্যের আলোর সঙ্গে কখনও শুভ্র, গোলাপী আবার কখনও লাল রঙ নিয়ে হাজির হয় বরফ আচ্ছাদিত এই পর্বত চূড়া।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।