ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

রবার্ট ফিস্কের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, নভেম্বর ৪, ২০২০
রবার্ট ফিস্কের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক রবার্ট ফিস্ক

ঢাকা: আয়ারল্যান্ডের সাংবাদিক ও কলামিস্ট রবার্ট ফিস্কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ রবার্ট ফিস্ক সত্য উদঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বলে শোক বার্তায় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৪ নভেম্বর) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপাচ্য বিষয়ে রবার্ট ফিস্কের ধারণা খুব স্পষ্ট এবং এ বিষয়ে তার লেখা ছিল বস্তুনিষ্ঠ। তিনি এ এলাকার বাস্তবচিত্র তুলে ধরেছেন। রবার্ট ফিস্ক একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক ৭৪ বছর বয়সে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গত রোববার মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।