ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, নভেম্বর ৪, ২০২০
গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতিরিক্ত মদ্যপানে মো. সেলিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সেলিম উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় সঙ্কটাপন্ন অবস্থায় আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- নগরীর রেলগেট ভাটা পাড়া এলাকার গোলাম রাব্বানী (৪০) ও জিয়া (৩৫)।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওই তিনজনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত সেলিমের আত্মীয়রা জানিয়েছেন তিনি অতিরিক্ত মদ্যপান করেছেন। তবে ময়নাতদন্ত পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।