ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, নভেম্বর ৪, ২০২০
পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গুজব ছড়িয়ে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের ঢাকার উত্তরার বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজান হোসেন, পিয়াল দাস অনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের কলম সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কলম ধরেন পীর হাবিবুর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণতন্ত্র রক্ষায় কাজ করে চলছেন। পীর হাবিবের কলাম থামিয়ে দেওয়া মানেই বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়া। এ গুণী সাংবাদিকের বিরুদ্ধে চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। বাসায় হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।