ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে কভার্ডভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, নভেম্বর ৪, ২০২০
গাজীপুরে কভার্ডভ্যানে আগুন প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আলামিন জানান, টঙ্গী স্টেশন রোড এলাকায় কামারপাড়া সড়কের পাশে একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। ওই কভার্ডভ্যানের ভেতর চালক ঘুমিয়ে ছিল। পরে হঠাৎ কাভার্ডভ্যানের ভেতর আগুন লেগে যায়। এ সময় চালক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।  

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা কভার্ডভ্যানের আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে মশার কয়েল অথবা বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে ওই কভার্ডভ্যানের সিট ও ইঞ্জিন কভার পুড়ে গেছে। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।