ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, অক্টোবর ১৯, ২০২০
সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই আজিজ আহমদ সেলিম

সিলেট: সিলেটে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক  আজিজ আহমদ সেলিম আর নেই।

রোববার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এ তথ্য নিশ্চিত করেছেন।  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিলেটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হন আজিজ আহমদ সেলিম।  

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিটিভি'র সিলেট প্রতিনিধি, স্থানীয় দৈনিক উত্তরপূর্ব'র প্রধান সম্পাদক ছিলেন।  

এছাড়াও ১৯৩০ সালে প্রতিষ্ঠিত সিলেটের প্রাচীণতম দৈনিক যুগভেরী পত্রিকার সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি।

সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন আজিজ আহমদ সেলিম। সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন।

গত ৮ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এর আগে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিমকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়াতে তাঁকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থা গুরুতর হলে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন সিএমএইচ’র কর্তব্যরত চিকিৎসক।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।