ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, আগস্ট ২১, ২০২৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঢাকার ম্যাপ

রাজধানীর বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় ইমন আলী (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় থাকতেন।

নিহতের বন্ধু ও মোটরসাইকেলচালক মো. হাবিবুর রহমান জানান, তারা ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে করে তেজগাঁও যাচ্ছিলেন। পথে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় জ্যামের মধ্যে একটি রিকশার সাথে ধাক্কা লেগে দুজনই পড়ে যান। তখন পেছনে থাকা একটি তেলের লরি ইমনের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন ইমন।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ইমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। রাজধানীতে এক ঠিকাদারের কয়েকটি নির্মাণ প্রকল্পের কাজ করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।  

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।