ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

যেকোনো ক্যাডারের কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, আগস্ট ২১, ২০২৫
যেকোনো ক্যাডারের কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে যে দুটি বিভাগ করা হচ্ছে, সেখানে রাজস্ব নীতি বিভাগের প্রধান বা সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তা নিয়োগ পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, এনবিআর ভেঙে গঠিত দুইটি বিভাগে রাজস্ব নীতি বিভাগের সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তা নিয়োগযোগ্য হবেন। এক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

শফিকুল আলম আরও জানান, উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগের প্রক্রিয়া আগের মতোই বহাল থাকবে, বলেন প্রেস সচিব।

তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করতে চলতি বছরের ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়।

এ সময় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রেস সচিব আরও বলেন, জারি করা অধ্যাদেশের কয়েকটি ধারা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও শিল্প ব্যবস্থাপনা পর্যালোচনা করে কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ২৯ জুন মন্ত্রিপরিষদ বিভাগ একটি উপদেষ্টা কমিটি গঠন করে।

কমিটির প্রধান করা হয় বিদ্যুৎ উপদেষ্টা ড. ফাওজুল কবির খানকে। কমিটির সদস্য ছিলেন অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

গঠিত উপদেষ্টা কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট ক্যাডার এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন, তারা মাঠ পর্যায়ে আয়কর ও কাস্টমসের কয়েকটি অফিস পরিদর্শন করেন বলেও জানান প্রেস সচিব।  

জেডএ/এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ