ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, অক্টোবর ১৮, ২০২০
নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের নকলায় পুকুরে পানিতে ডুবে আকাইদ হাসান (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আকাইদ ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আকাইদ। পরে খোঁজ পরলে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির নিথর দেহ উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।