ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে মাদকবিক্রেতার যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, অক্টোবর ১৮, ২০২০
বরিশালে মাদকবিক্রেতার যাবজ্জীবন ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় মনির গাজী নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (১৮ অক্টোবর) বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলমের আদালত এ রায় দেন।

 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, সাজাপ্রাপ্ত মনির বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরের একতলা লঞ্চঘাট এলাকা থেকে একটি সিলভারের পাত্র (পাতিল)সহ মনিরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

এ ঘটনায় আটক মনিরসহ পালিয়ে যাওয়া তার সহযোগী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল।  

এক মাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এসআই শাহ মো. ফয়সাল আহমেদ আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।  

রাষ্ট্রপক্ষ আটজনের সাক্ষ্য দিতে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও দোষ প্রমাণিত না হওয়ায় মিজানকে বেকসুর খালাস দেওয়া হয়।  

রায়ের সময় পলাতক থাকায় মনিরের বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।