ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরা সিমেন্টের খুলনার পরিবেশকের মৃত্যুতে দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ১৭, ২০২০
বসুন্ধরা সিমেন্টের খুলনার পরিবেশকের মৃত্যুতে দোয়া মাহফিল দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথিরা

খুলনা: খুলনায় বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী মো. আমিনের অকাল মৃত্যুতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাদ আসর মহানগরের ইকবালনগর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বসুন্ধরা সিমেন্টের রিটেইলারসহ উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট মোংলা ফ্যাক্টরির এইচওডি অ্যাকাউন্টস মো. রবিউল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের সাউথ উইং এজিএম মো. জিয়ারুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা।

দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ