ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, অক্টোবর ১৭, ২০২০
ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগণ যদি সজাগ থাকে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।

ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা গ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, জনতা যৌক্তিক দাবি করেছে বলেই শেখ হাসিনার সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।  

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ