ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জন খুনের মামলা সিআইডিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, অক্টোবর ১৫, ২০২০
সাতক্ষীরায় একই পরিবারের ৪ জন খুনের মামলা সিআইডিতে

ঢাকা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার ঘণ্টার মামলার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে হত্যা মামলাটির তদন্ত করবে সিআইডি।

বুধবার (১৪ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরের কোনো এক সময় সাতক্ষীরার কলারোয়ার একটি পরিবারের চার সদস্যকে গলা কেটে খুন করা হয়।

নিহতরা হলেন- শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।