ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মার্চ ১৮, ২০২০
কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা

ঢাকা: হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিব কর্নার' উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ইতালি ও স্পেন করোনা ভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে।

বাংলাদেশ এমন ভুল করতে চায় না।

বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, যিনি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।