ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

এফবিসিসিআইর মুজিববর্ষ উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, মার্চ ১৮, ২০২০
এফবিসিসিআইর মুজিববর্ষ উদযাপন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে শাপল চত্বরে আতশবাজি ফোটানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ এফবিসিসিআই নেতারা উপস্থিত ছিলেন।

 

এতে কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা, শোনো একটি মুজিবরের ধ্বনিসহ সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত ঠিক আটটায় আতশবাজি ফোটানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির আয়োজনে এ আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়। আতশবাজি উৎসব কেন্দ্র করে সাজানো হয়েছে মতিঝিল এলাকা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।