ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে জামাই-শ্বশুরসহ আটক ৫, গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০২, মার্চ ১৮, ২০২০
বরিশালে জামাই-শ্বশুরসহ আটক ৫, গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের খালেদাবাদ কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি মাদক বিক্রির ১১ হাজার ২ শত টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম প্যাদা ও তার সহযোগী এবং শ্যালক মো. আরমান শেখ, শ্বশুর মো. গোলাম শেখ, স্ত্রীর বড় বোন মোসা. জেসমিন বেগম ও মো. শাকিল।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হওয়া রফিকুল ইসলাম প্যাদার বিরুদ্ধে ৫টি এবং তার সহযোগী ও শ্যালক আরমান শেখের বিরুদ্ধে ১৫টি ও শ্বশুর গোলাম শেখ ও শাকিলের বিরুদ্ধে ১টি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সহকারি কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।

বাংলাদেশ সময় : ০৪০২ ঘন্টা, মার্চ ১৮, ২০২০
এমএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।