ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবসে দোয়া ও মোনাজাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, মার্চ ১৭, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবসে দোয়া ও মোনাজাত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবসে শিশু একাডেমির দোয়া ও মোনাজাত। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, অতিরিক্ত সচিব ফরিদা পারভীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর- সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমির শিক্ষার্থী ও অবিভাবকরা।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতার পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, বাংলাদেশের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশকে নিরাপদ ও সুরক্ষার বিষয়ে দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনায়েত উল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারের নেতৃত্বে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, অতিরিক্ত সচিব ফরিদা পারভীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০ 
জিসিজি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।